কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা অব্যাহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ১১:৫১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে। এজন্য গণসংযোগ বাড়িয়ে দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। তারা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। এ সময় প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি ওয়ার্ড ঢেলে সাজানোর নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
সৈয়দ তৌফিকুল হাদী: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদীর (ঝুড়ি প্রতীকে) নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বাদ আছর নগরীর ১ নম্বর ওয়ার্ডের সুবিদবাজার, শুভেচ্ছা, ও মিয়া ফাজিল চিশত এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে সৈয়দ তৌফিকুল হাদী বলেন, আগামী ২১ জুন ঝুড়ি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে ১নম্বর ওয়ার্ডকে স্মার্ট মডেল ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন। আমি ওয়ার্ডবাসীর সেবা করতে আজীবন সেবক হিসেবে কাজ করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আকবর হোসেন, মওদুদ রব ইমরান, এ আর চৌধুরী, সোহাগ আহমদ, মো. আজমল আলী, বাবলু আহমদ, ফয়জুর রহমান ইমন, আদিল চৌধুরী, হিমেল ইলিয়াস, নজির আহমদ প্রমুখ।
আছমা বেগম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসন-৯ এর মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর মোছাম্মত আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে গতকাল বুধবার দিনব্যাপী নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া, ভার্থখলা, পাঠানপাড়া, গোটাটিকর, মুমিনখলা, কাইস্তরাইল, আচার্যপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, বই জ্ঞানের ভান্ডার। বই থেকে জীবন আদর্শ সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যেমন পাওয়া যায়, তেমনি বই মার্কায় ভোট দিলে ওয়ার্ডবাসী সেবা ও কাঙ্খিত উন্নয়ন পাবেন। তিনি বলেন, অতীতে আপনাদের সেবক হিসেবে ছিলাম, আগামীতেও আপনাদের কাছে থেকে সেবা করার লক্ষ্যে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। আগামী ২১ জুন আমাকে বই মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট মামুন হোসেন, সমাজসেবী রতœা বেগম, সালমা বেগম, সমাজকর্মী শেখ সাদী কোমল, সাখাওয়াত হোসেন রাজু, জুনেল আহমদ, মোঃ আলিফ, আতিকুর রহমান ঝুমন, রানা আহমদ সানি, আহমেদ দীপু, রিফাত আহমদ, আহমেদ হুসাম, শামীম আহমেদ, জায়েদ আহমেদ, টুটুল মাহমুদ মান্না প্রমুখ।
বদরুল আজাদ রানা: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিট’র আহ্বায়ক বদরুল আজাদ রানা ২২নং ওয়ার্ডে রেডিও প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তিনি গণসংযোগ অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে গতকাল বুধবার শাহজালাল উপশহরের সবক’টি ব্লকসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন।
এ সময় তিনি বলেন, শাহজালাল উপশহর একটি অভিজাত এলাকা। কিন্তু এই অভিজাত এলাকায় মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুজল হয়ে যায়। এর কারণ অপরিকল্পিত উন্নয়ন। আমি বিগত দিনে করোনা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ওয়ার্ডবাসীর পাশে ছিলাম। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ২২নং ওয়ার্ডের গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজী, জুয়া চলবে না, এগুলো উৎখাত করা হবে। এখানে প্যাথলোজি সেন্টার করা হবে- যাতে বিনামূল্যে রোগীদের সব ধরণের টেস্ট করা হবে। মা-বোনরা যাতে অবাধে চলাফেরা করতে পারেন, তার ব্যবস্থা করা হবে। কিশোর গ্যাং উৎখাত করা হবে।
তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে ২১ জুন নির্বাচনে রেডিও প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
মিঠু তালুকদার: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোট চাচ্ছেন ‘রেডিও’ মার্কায়। পাচ্ছেন ব্যাপক জনসমর্থনও। পথসভা, কর্মীসভার পাশাপাশি নানাভাবে ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত মিঠু। ওয়ার্ডের সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তুলে ধরছেন উন্নয়নের নানা পরিকল্পনা।
কামরুল হোসেন রাজীব: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুল হোসেন রাজীব তার ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। গত মঙ্গলবার তিনি তাতীপাড়া, চারাদিঘিরপার, হাওয়াপাড়া, খান্দিউরাসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী শংকর দাস, আহমদ হোসেন, হোসেন আহমদ, মুর্শেদ আহমদ, কয়ছর আহমদ, সঞ্জিত কর প্রমুখ।
এ সময় তিনি বলেন, নেতা বা নেতৃত্ব নয়, খাদেম হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। দীর্ঘদিন যাবৎ সমাজসেবা ও রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করে আসছি। স্মার্ট ও নান্দনিক ওয়ার্ড গড়তে তিনি ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।