আজ বদর উদ্দিন আহমদ কামরানের ৩য় মৃত্যুবার্ষিকী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ১২:০০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
মরহুম কামরানের পরিবারের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরনী বিতরণ। গতকাল বাদ এশা খতমে কোরআন ও দোয়া অনষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার মরহুমের ছড়ারপাড়স্থ বাড়িতে বেলা সাড়ে ১১টায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও শিরনী বিতরণ করা হবে।
উল্লেখ্য, বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালের ১৫ জুন ভোর রাতে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।