সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমিটির সমাবেশ-মিছিল আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ১২:০৯:০৭ অপরাহ্ন
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক সমাবেশ ও নৌকার প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ ও মিছিলে সর্বস্তরের নগরবাসী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক ও মহানগর কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সদর উপজেলা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো ইরশাদ আলী অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি