ওসমানী মেডিকেলে হাঁটু সমান পানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ১২:১৪:২২ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : ভারি বর্ষণে ফের হাঁটু পানিতে ডুবলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এবং আশ-পাশের বাসাবাড়ি। ২০২২ সালের জুন মাসের মাঝামাঝিতেও অনুরূপ বৃষ্টির পানিতে ডুবে যায় ওসমানী হাসপাতাল। ক্ষতি হয়েছিল বিপুল সম্পদের।
গেল বারের ধারাবাহিকতায় বুধবারও অফিস খোলার আগেই ওসমানী মেডিকেল কলেজের নিচ তলা, হাসপাতালের নিচতলাসহ সংশ্লিষ্ট এলাকার আবাসিক ভবনের বাসা-বাড়িতে পানি উঠে যায়। জলাবদ্ধতার কারণে এবারও প্রতিষ্ঠানটির অনেক ক্ষতি সাধিত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের একাধিক সূত্র ও স্থানীয় বাসিন্দারা এ প্রতিবেদককে জানান, ওসমানী মেডিকেল কলেজের উত্তরপাশ ঘেঁষে প্রবাহিত ছড়ার আশ-পাশে বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এছাড়া, নান্দনিক কাজের ফলে উভয় পার্শ্বের গার্ড ওয়ালের কিছু অংশ ছড়ার ভেতরে ঢুকে পড়েছে। এ কারণে ছড়া দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া, কাজলশাহ, মুন্সীপাড়ার মেডিকেল সংলগ্ন এলাকার রাস্তাঘাট ও সংস্কার কাজের ফলে এলাকার ডোবা-নালা অনেকটা বন্ধ হয়ে গেছে। অনেক বাসিন্দা পানির প্রবাহ ওসমানী মেডিকেলের একমাত্র ড্রেনের সাথে সংযুক্ত করেছেন। ফলে ড্রেন উপচে বৃষ্টির পানি ওসমানী হাসপাতালসহ অন্যান্য এলাকায় প্রবেশ করছে। পাশাপাশি পশ্চিম পার্শ্বের বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট সংলগ্ন নিচু এলাকাসহ সংশ্লিষ্ট এলাকায় পানি প্রবেশ করে মানুষের দুর্ভোগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী বৃষ্টির পানিতে তাদের প্রতিষ্ঠান জলাবদ্ধ হবার বিষয়টি স্বীকার করেছেন।