সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ ও লিফলেট বিতরণ
সিলেটের স্বার্থে সিসিক নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৭:৪১:০৩ অপরাহ্ন
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ড সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নৌকা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সিসিক নির্বাচনে অস্তিত্বের স্বার্থে ও সিলেটের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। এ দেশকে স্বাধীন করতে বাংলাদেশ আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সবার সম্মিলিত প্রচেষ্টায় বিজয়ী করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে লিফলেট বিতরণ করেন। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া,
ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক-এ এলাহী, অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এরশাদ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা টেনাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ, বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন রফিক, বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নাথুরাম বণিক, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান ডা. নাজরা চৌধুরীসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি