মহানগর আ’লীগ ও পরিবারের কর্মসূচি পালন
‘জনতার কামরান’ হিসেবেই তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন —- এডভোকেট জাহাঙ্গীর কবির নানক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৭:৪৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, কামরান পরিবারের উদ্যোগে তাঁর বাসভবনে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বদরউদ্দিন আহমদ কামরানকে সারাদেশের মানুষ ‘জনতার কামরান’ হিসেবে চেনেন। সাধারণ মানুষের যেকোনো দুঃখ-দুর্দশায় তিনি এগিয়ে যেতেন। তিনি আজও ‘জনতার কামরান’ হিসেবে মানুষের মাঝে বেঁচে আছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রাণ। এমন নিবেদিত প্রাণ আর কখনো আসবে না। তিনি বলেন, হাস্যোজ্জ্বল কর্মযোগী, ধ্যানী এই মানুষটির স্পষ্টতা, সরলতা ও সাহসিকতা সব মহলে প্রশংসিত হয়েছে। তাঁর রেখে যাওয়া কর্মগুলো সকল মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের নিহত সকল সদস্য এবং বদরউদ্দিন আহমদ কামরানসহ প্রয়াত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের রূহের মাগফেরাত কামনা করা হয়। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবিদ হাসান রাহমানি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগরের সাংগঠনিক সম্পাদক কামরানপুত্র ডা: আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুবাশ্বির আলী, মহানগরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, উপদেষ্টা এনাম উদ্দিন, আব্দুল মালিক সুজন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, মুহিবুর রহমান ছাবু, সাজোয়ান আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ
আনোয়ারুস সাদাত, সোয়েব বাছিত, শেখ সুরুজ আলম, আনোয়ার হোসেন আনার, ফাকরুল ইসলাম আলকাছ প্রমুখ।
কামরান পরিবার : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাঁর পরিবারের উদ্যোগে নিজস্ব বাসভবনে খতমে কোরআন, জিকির আজকার, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিরণী বিতরণ করা হয়েছে। এছাড়া বাদ জোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দ স্মৃতিচারণ করে বলেন, বদর উদ্দিন আহমদ কামরান মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবেন। তিনি ছিলেন গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু। আমাদের নতুন প্রজন্ম নন্দিত কামরানকে না পেলেও তার রেখে যাওয়া স্মৃতি চির অম্লান হয়ে থাকবে। তাঁরা আরো বলেন, আমরা সাদা মনের একজন মানুষকে হারিয়ে তার নেতৃত্বের শূন্যতা অনুভব করছি। তাঁর নীতি আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও বিজিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জুবের খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, আবদুল আজিম জুয়েল, মহল্লার সহ সভাপতি কামাল আহমদ, আবুল কালাম, দেবাংশু দাশ মিঠু, সাইফুল আলম খান কয়েছ, এম ইলিয়াছ চৌধুরী দিনার, আব্দুর রহমান, খালেদ আহমদ চৌধুরী, সাংবাদিক আবুল হোসেন, বেলাল খান, হাবিবুর রহমান, ফারুক আহমদ, এম এ মতিন, আবুল আহমদ, গোলাম সোবহান চৌধুরী, সাইফুর রহমান প্রমুখ।