পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টারে চুরি বৃদ্ধি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৭:৫৫:২৩ অপরাহ্ন
মেডিক্যাল রিপোর্টার: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পুরাতন মেডিক্যাল সরকারি কোয়ার্টারে বেড়ে চলেছে চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড। পুলিশ লাইনের মাত্র কয়েকশ’ গজের মধ্যে অবস্থিত এ কোয়ার্টারে চুরির নৈমিত্তিক ঘটনায় উদ্বিগ্ন সেখানকার বাসিন্দারা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই কোয়ার্টারে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী মিলিয়ে প্রায় তিনশতাধিক পরিবারের বসবাস। গত দুই বছর ধরে সেখানে বাই সাইকেল, গাড়ির যন্ত্রাংশ, নগদ অর্থ, স্বর্ণালংকার এমনকি মসজিদের ক্যাশ বাক্স চুরির ঘটনাও ঘটছে।
গত ৭ জুন বিকেল ৩ টার দিকে কোয়ার্টারের এক বাসায় ঢুকে বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাসায় মসজিদের রক্ষিত ২৬ হাজার টাকা ও বাসার বেশ কিছু সামগ্রী অপরাধী চক্র নিয়ে যায়। এনিয়ে সেখানকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। কোয়ার্টারবাসী তাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
কোয়ার্টার সমিতির ২০২৩-২৪ সেশনের কমিটি গঠন
গতকাল বৃহস্পতিবার সহযোগী অধ্যাপক ডা: শংকর কুমার রায়কে সভাপতি, সহকারী অধ্যাপক ডা: মো: আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক ও ডা: মো: আশরাফুর ইসলাম রানাকে কোষাধ্যক্ষ করে পুরাতন মেডিকেল কোয়ার্টার সমিতির ২০২৩-২৪ সেশনের জন্য ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নয়া কমিটির নেতৃবৃন্দ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে মতবিনিময়
পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টারে গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে নৌকা প্রতীকের সিটি মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের চিকিৎসক, নার্স কর্মকর্তা অংশ নেন। তাঁরা দল বেঁধে বাসায় বাসায় গিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টার প্রাথমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
.