নগরবাসী বিপুল ভোটে লাঙ্গলের প্রার্থীকেই নির্বাচিত করবেন …নজরুল ইসলাম বাবুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৮:০০:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না। সিলেট নগরবাসী আগামী ২১ জুনের নির্বাচনে বিপুল ভোটে লাঙ্গলের প্রার্থীকেই নির্বাচিত করবেন। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের কোন সুষ্ঠু পরিবেশ নেই। সরকারদলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে বলে আমার মনে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে গণসংযোগের সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকীসহ জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।