ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন
বিভাগে প্রায় ১৪ লাখ ও সিসিকে ৭৮ হাজার ১২৯ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৮:২৫:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ১৮ জুন। এ ক্যাম্পেইনের আওতায় সিলেট বিভাগে এবার প্রায় ১৪ লাখ ও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় ঃ আগামী ১৮ জুন সিলেট বিভাগের চারটি জেলায় সর্বমোট ৮১৪৫টি কেন্দ্রে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিলেট বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৫৭ হাজার ২২৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১২ লাখ ৩৮ হাজার ৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ে অনুষ্ঠিত এডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসানের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সিলেট বিভাগের চার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৫৭ হাজার ২২৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১২ লাখ ৩৮ হাজার ৬০ জন শিশুকে যথাক্রমে নীল ও লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
আর বিভাগের ৮ হাজার ১৪৫টি কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে কোনো শিশুকে টিকা খাওয়াতে না পারলে পরদিন বিশেষ ব্যবস্থায় টিকা খাওয়াতে হবে। তাছাড়া বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত টিকা কেন্দ্র থাকবে।
সভায় আলোচনায় অংশ নেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, সিলেট জেলার সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলার উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) খন্দকার মাহবুবুর রহমান, সিলেট জেলার উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) বিপ্লব বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, বিভাগীয় তথ্য অফিস-এর পরিচালক মো. সালাহ উদ্দিন, ইউনিসেফের প্রতিনিধি জান্নাতুল ওয়াকেয়া এবং বাংলাদেশ টেলিভিশন সিলেট জোনের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আব্দুল লতিফ খান প্রমুখ।
অবহিতকরণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ১৮ জুন তারিখে অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিভাগীয় দপ্তরের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য বর্ষণ এবং ডা. এ্যানি দে।
সিসিক ঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সারা দেশের মতো ১৮ জুন সিসিক এর ৪২ ওয়ার্ডে ৩৪৮টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হবে।
গতকাল বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের সভা কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সাংবাদিক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।
ক্যাম্পেইন বাস্তবায়নে সিসিকের প্রস্তুতি উপস্থাপন করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
১৮ জুন সিসিকের সবকটি ওয়ার্ডে একযোগে এই ক্যাম্পেইন পালিত হবে। কর্মসূচির আওতায় নিয়মিত, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিসিক।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হবে।
সিসিকের ৪২ ওয়ার্ডে ১টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন স্বেচ্ছাসেবী ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন অফিস: সিলেট জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৯৫৬ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৮ হাজার ১৭৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত। সাসটেইনএবল ডেভেলপম্যান্ট গোল (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি এ কর্মসূচি সফলে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা: স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।