দক্ষিণ সুরমায় গণসংযোগকালে মেয়রপ্রার্থী বাবুল
সিলেটে এখন লাঙ্গলের গণজোয়ার শুরু হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৮:৫১:৫৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী, আলমপুর ও গোটাটিকর শিল্প এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণসংযোগ ও প্রচারণা শেষে গোটাটিকর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেছেন ভোটের মাঠে আমার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আমাকে বিতর্কিত করতে মাঠে নেমেছে, নানা ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা আমার প্রতি আছে। মানুষের ভালোবাসাই আমার সম্বল।
পথসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এছাড়া তিনি নগরীর জিন্দাবাজার, জেলরোড, বারুতখানা, জল্লারপার এলাকায় লাঙ্গল মার্কার পক্ষে দলীয় নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
১৪নম্বর ওয়ার্ডে লাঙ্গলের নির্বাচনী পথসভা : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, ব্যবসায়ী শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। আমি মেয়র নির্বাচিত হলে সকল শ্রেণির শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবো। তিনি বলেন, আমি কারো বিরুদ্ধে অপপ্রচার করি না। আমি সবার সঙ্গে মিলেমিশে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে চাই।
গত বৃহম্পতিবার সন্ধ্যায় নগরীর কালীঘাট পয়েন্টে ১৪নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
১৪নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সবুর আহমদ জালালের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্যসচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সদস্যসচিব এম বরকত আলীর পরিচালনায় পথসভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাঈনুল ইসলাম হাওলাদার, জাপা নেতা কয়েস আহমদ, যুব সংহতি নেতা দুলাল আহমদ প্রমুখ।