নবীগঞ্জ কল্যাণ সমিতি’র সাধারণ সভা ও বৃত্তি প্রদান
আমাদের সন্তানরা সম্ভাবনা হয়ে নতুন স্বপ্ন পূরণের পথ তৈরি করবে —— মিলাদ গাজী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৮:৫৯:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন- বৃত্তি মেধা ও কাজের স্বীকৃতি। আমাদের সন্তানরা সম্ভাবনা হয়ে নতুন স্বপ্ন পূরণের পথ তৈরি করবে।
তাদের হাত ধরেই বাংলাদেশ আগামী দিনে বিশ্বে নিজের সুদৃঢ় অবস্থান করে নিবে।
তিনি বলেন, নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানবসম্পদকে আরও দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসীসহ সকলের দায়িত্ব।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেল এর কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হƒদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, শাবিপ্রবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল হাকিম, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, প্রকৌশলী নজরুল হাকিম, ডা. নাজরা চৌধুরী, জালালাবাদ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, পানসী গ্রুফের চেয়ারম্যান আবু বকর সিতু, মতিউর রহমান পিয়ারা, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, ব্যাংকার অলিউর রহমান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, মাহমুদ হাসান, রজত কান্তি ভট্টাচার্য জিল্লুর রহমান চৌধুরী, বয়েত উল্লাহ, এডভোকেট জোছনা ইসলাম, মো. আমিনুজ্জামান জোয়াহির, এস আর চৌধুরী সেলিম ,সালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, ফারহান রব সাথী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে ৭২ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৫৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।- বিজ্ঞপ্তি