সিটি পয়েন্টে খেলাফত মজলিসের মিছিল-সমাবেশ
‘নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৯:০৪:০০ অপরাহ্ন
চলমান রাজনৈতিক সংকট নিরসনে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখা।
গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর সিটি পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- ‘ এই সরকারের অধীনে কোন নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। সরকারী দুর্নীতির কারণেই আজ দেশে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। চাল, ডাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। এই সরকার শুধু জনগণের ভোটাধিকার হরণ করেনি, মানুষের জান মালের নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোন বিকল্প নেই। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।’
সমাবেশে বক্তারা ‘বরিশালের সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের উপর সন্ত্রাসী আক্রমণ এবং এই ঘটনাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের “ব্যঙ্গাত্মক” বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্বাচন কমিশনারের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান’।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগরী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস সিলেট জেলার আহবায়ক মাওলানা আহমদ মাহফুজ আদনান, সিলেট মহানগর যুব মজলিসের সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, খেলাফত মজলিস নেতা মাওলানা ছালেহ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগরী সেক্রেটারি মুস্তাফা আহমদ সোহান, শ্রমিক মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।- বিজ্ঞপ্তি