মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৯:০৭:০৮ অপরাহ্ন
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ও দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ নেতাকর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার ও সিইসির পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলমী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সাবেক মহানগর সভাপতি মুফতী ফখরুদ্দিন, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, যুব আন্দোলন জেলা সভাপতি মোঃ বদলুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মকবুল হোসেন, জেলা সভাপতি শামীম আহমদ প্রমুখ।