ভোটের দিন সহিংসতার আশংকা
এমসি ও সরকারি কলেজের ছাত্রাবাস ৩ দিন বন্ধ চান বাবুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৬:৪৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ভোটের দিন সহিংসতার আশংকা করছেন জাতীয় পার্টির মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তার আশংকা, সিলেটের এমসি কলেজ ও সরকারি কলেজের ছাত্রাবাসে প্রতিপক্ষ প্রার্থী সহিংসতা ঘটানোর জন্যে সন্ত্রাসী বাহিনী জড়ো করছেন। এজন্য ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত টানা ৩ দিন ওই দুটো ছাত্রাবাস বন্ধ রাখতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন তিনি।
নজরুল ইসলাম বাবুল গতকাল শনিবার এই আবেদনটি জমা দেন।
লিখিত আবেদনে নজরুল ইসলাম বাবুল উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারলাম- ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটে ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন। আমার আশংকা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরণের সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছেন। এমতাবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উল্লেখিত এই দুই ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি। এই অভিযোগের অনুলিপি সিলেট মহানগর পুলিশ কমিশনারের নিকটও দেয়া হয়েছে বলে জানা গেছে।
এই অভিযোগের বিষয়ে জানতে চেয়ে সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
তবে, সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারেক আহমদ গতকাল শনিবার রাত ১০ টায় সিলেটের ডাককে বলেন, আমরা বসেছিলাম, এই অভিযোগের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে, আগামীকাল (আজ রোববার) এ বিষয়ে জানতে পারবেন।#