সৈদানীবাগ থেকে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৮:১০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরের শাহজালাল উপশহরের সৈদানীবাগ থেকে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কাদির মালিক (৫০) সৈদানীবাগের (উন্মেষ-২৮) মৃত আব্দুল লতিফের পুত্র এবং সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর রেবেকা সুলতানা লাকীর স্বামী।
শাহপরান থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান সিলেটের ডাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি আব্দুল কাদির মালিককে দন্ডবিধির ৩৯৫/৩৯৭/৩০৪ (২য় খন্ড) ধারায় ১০ বছরের সশ্রম কারাদ- ও ৬ হাজার টাকা জরিমানা করে প্রায় আট বছর আগে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় থেকেই সে পলাতক ছিল। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরান থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর হঠাৎ করে তার শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওসমানী হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান সিলেটের ডাককে জানিয়েছেন।