নির্বাচনী জনসভায় নানক
আনোয়ারুজ্জামানের ইশতেহারে সিলেটবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ৮:৩৩:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ইশতেহারে সিলেটবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটেছে। এই ইশতেহার বাস্তবায়ন হলে সিলেট হবে সত্যিকার অর্থেই একটি স্মার্ট ও তিলোত্তমা নগরী।
তিনি বলেন, গত ১০ বছরে পর্যাপ্ত সরকারি বরাদ্দ দেয়া হলেও সিলেটবাসীকে এখনো বৃষ্টির পানিতে হাবুডুবু খেতে হচ্ছে। ড্রেনেজ ও স্যানিটেশন সিস্টেমের কাংখিত উন্নয়ন হলে এই অবস্থা হতোনা। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। খুলনা ও বরিশালের মতো সিলেটবাসীও নৌকার জয় নিশ্চিত করে তিলোত্তমা নগরী গড়ার পক্ষে রায় দেবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
গতকাল রোববার সিলেট মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জেবুন্নেছা হক বলেন, আপনাদের সেবা করতে প্রধানমন্ত্রী আমাদের আনোয়ারুজ্জামানকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। ইনশাল্লাহ নৌকায় ভোট দিলে আপনাদের কাংখিত উন্নয়ন হবে। আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সামনে সুদিন আসছে। আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করে সিলেটবাসী সেই সুদিনকে স্বাগত জানাতে প্রস্তুত। নৌকার জোয়ার উঠেছে চারদিকে। আহমেদ হান্নান ও এমদাদ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবক হতে পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, লেখক ভট্টাচার্য নেতৃবৃন্দ।
আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রাথী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি যেমন পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তেমনি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকেও এগিয়ে নিতে চান। একটি পরিচ্ছন্ন শান্তির নগরী হিসেবে সিলেটকে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন নৌকা নির্বাচিত হলে তার সবকিছুই করা হবে। আমার ঘোষিত ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটানো হবে।
গতকাল রোববার সিলেট মহানগরীর শিবগঞ্জের ফরহাদখাঁর পুল সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আব্দুর রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, ডা. আরমান আহমদ শিপলু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, শফিকুল ইসলাম আলকাছসহ নেতৃবৃন্দ।
নৌকার সমর্থনে আগপাড়ায় উঠান বৈঠক
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নগরীর মিরাবাজারে কো-অপারেটিব মাঠ সংলগ্ন আগপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আশরাফুল ওয়াহিদ দুলাল এর উদ্যোগে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা দিপংকর তালুকদার, আওয়ামী লীগ নেতা চন্দন শ্যাম পুরকায়স্থ, বরিশাল দাস, ওবায়েদ বিন বাছিত সুমন, বিশাল দে উৎস, রুম্মান রশিদ, শিহাব আহমেদ, সেলিম খান, হাজেরা বেগম, সুমী বেগম প্রমুখ।
নৌকার সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গণসংযোগ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে পথসভা ও গণসংযোগ করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে শুরু করে বিপনীবিতান, চালিবন্দর ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় গণসংযাগে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, বিধু ভূষণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মো. শাহ জামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তফাজ্জুল হোসেন, সহ যুব বিষয়ক সম্পাদক হাকিম রাজা, কার্যকরি সম্পাদক শেলি রানী দেব, সদস্য রুহেল চৌধুরী, সারোয়ার হোসেন, সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।