নবীগঞ্জে ট্রান্সফরমার চুরিকালে আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৪:১১:১৪ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় চোরচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। পরে স্থানীয় জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলেন- নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের ঈসমাইল মিয়ার ছেলে শাহনেওয়াজ মিয়া (৩৫), বানিয়াচংয়ের বন-শিবপাশা গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে আমিন মিয়া (৩৫), বাহুবলের হিমেরগাঁও গ্রামের মৃত খুরর্শেদ মিয়ার ছেলে রোকন মিয়া (৩৩)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রোববার দিবাগত মধ্যরাতে একদল চোর গজনাইপুর ইউনিয়নের লামরোহ গ্রামের লেবু মিয়ার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চোরচক্রের ৩ সদস্যকে চুরিকৃত ট্রান্সফরমার ও চোরাই কাজে ব্যবহƒত সিএনজি অটোরিকশাসহ আটক করে। এ সময় স্থানীয় লোকজন চোরদের উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে।
খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকৃত ২৫ কেভির ট্রান্সফরমারের মালামাল ও চোরাই কাজে ব্যবহƒত সিএনজি অটোরিকশা জব্দ করে এবং আটককৃতদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী জোনাল কর্মকর্তা জুয়েলুর রহমান বাদী হয়ে চোরচক্রের ৩ সদস্যকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, মামলা দায়েরের পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কী-না তদন্ত করে দেখা হবে।