শাল্লায় পানির স্রোতে মা সহ দুই শিশু সন্তান নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৪:৩৭:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আসার পথে পানির স্রোতে তলিয়ে গিয়ে এক মা সহ দুই শিশু সন্তানসহ নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তারা নিখোঁজ হয়। তবে নিখোঁজ হওয়া ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক মহিলা দুটি বাচ্চা নিয়ে শাল্লা ব্রিজে আসার চেষ্টা করেন। এ সময় ব্রিজের নিচে বাহাড়া রাস্তা দিয়ে হাওরে পানি প্রবেশ করছিল। প্রবল ¯্রােতের মধ্যে ওই নারী ৪ বছরের একটি ছেলে ও ৭বছরের একটি মেয়েকে নিয়ে কোমর সমান পানি ভেঙে ব্রিজে আসার চেষ্টা করেন। এসময় ¯্রােতের তোড়ে তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যান। অনেক চেষ্টা করেও তাদের রক্ষা করতে পারেননি স্থানীয় লোকজন। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, দাড়াইন নদীতে দুই শিশুসহ এক নারী নিখোঁজ হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা করছে বলেও জানান তিনি।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিখোঁজ মা ও শিশুদের বাড়ি শাসখাই গ্রামে মর্মে জানা যাচ্ছে। নিখোঁজদের স্বজনরা রাতে থানায় এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।