কাউন্সিলর প্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিলের আদেশ উচ্চ আদালতে বহাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৪:৪৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত। গতকাল সোমবার শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। ফলে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে এই প্রার্থীর নির্বাচন করা হচ্ছে না।
প্রতিপক্ষ প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কারণে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের পর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।
প্রসঙ্গত, নগরীর সুবিদবাজার দিঘীরপাড়ে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহর বাড়ির সামনে অস্ত্র হাতে আফতাবের মহড়া দেওয়ার ছবি-ভিডিও সংবাদমাধ্যমে আসে। ওই ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ অপর প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করার বিষয়ের অভিযোগে রিটার্ণিং অফিসার তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে ইসি তার প্রার্থিতা বাতিল করে।