নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে —-হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৪:৪৪:৪২ অপরাহ্ন
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এখন খেলাধুলা ভুলে গেছে। তারা এখন মোবাইল গেইমিং এ আসক্ত। তাদেরকে এই চর্চা থেকে বের করে নিয়ে আসতে হবে। তিনি গতকাল সোমবার দক্ষিণ সুরমায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭)
এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্র ধর, উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম সারওয়ার, পিআইও বাদন কান্তি সরকার, মোগলাবাজার থানার তদন্ত অফিসার হারুন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, কোষাধ্যক্ষ বদরুল আলম তুহিন, সদস্য মনজুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি