ওসমানীনগরে হাফেজ লুৎফুর রহমান চৌধুরী ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৪:৫২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট, দ্যা সানরাইজ টুডে’র সম্পাদক এনাম চৌধুরী’র পিতা, ওসমানীনগর উপজেলার প্রবীণ আলেমে দ্বীন ও হাফেজে কোরআন লুৎফুর রহমান চৌধুরী গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
অসংখ্য ছাত্র, ভক্ত গুণগ্রাহীর প্রিয়জন হাফেজ লুৎফুর রহমান উসমানপুর ইউনিয়নের থানাগাঁও খয়রাবাদ বাজার মসজিদ প্রতিষ্ঠা করে সেখানে অবৈতনিক ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৪৫ বছর দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।