সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার উপরে বাড়ছে অন্য নদ-নদীর পানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৫:৫৭:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের প্রধানতম নদী সুরমার পানি উঠানামা করছে। নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার নিচে থাকলেও কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার অন্য নদ-নদীতে পানি বাড়ছে। সুনামগঞ্জের শাল্লায় ঢলের পানির তোড়ে মা ও দুই শিশু নিখোঁজ রয়েছেন।
গতকাল সোমবার বিকেল ৩টার হিসাব অনুযায়ী, সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর সন্ধ্যার বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, সিলেট পয়েন্টেও সুরমা নদীর পানি বাড়ছে। এ পয়েন্টে বিকেল ৩টা ও ৬টায় যথাক্রমে বিপদসীমার ৪৯ ও ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া, কুশিয়ারা নদীর পানি আমলসীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও বাড়ছে। এছাড়া, সারি, লোভা ও ধলাই নদীর পানিও বৃদ্ধির দিকে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২৫.০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখার জন্যও তাদের বলা হয়েছে।
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পাউবো’র তথ্য মতে, সোমবার বিকেল ৫টায় ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ৭১ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। গ্রামীণ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামীণ জনপদের লোকজনের চলাচল বিঘিœত হচ্ছে।
এদিকে, ভারী বর্ষণে সুরমা নদীতে বার্জ-কার্গো ও বাল্কহেডে বালু ও পাথর লোডিং – আনলোডিং বন্ধ রয়েছে। ফলে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক।
উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। তিনি জানান, প্রয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।