রথযাত্রা উৎসব শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৪:৪১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। গতকাল মঙ্গলবার সিলেটের বিভিন্ন স্থানে রথটান, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পবিত্র গীতাপাঠ, মহাপ্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই, জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে গতকাল দুপুরে নগরীর বিভিন্ন মন্দিরে পূজার্চনা শেষে রথের উপর শ্রী শ্রী জগন্নাথ দেবের সাথে শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও শ্রী শ্রী সুভদ্রা দেবীকে স্থাপন করেন। পরে মন্দির থেকে নিজ নিজ রথ টেনে রিকাবী বাজারের রথের মিলনস্থলে নিয়ে আসেন পূজারী ও পূণ্যার্থীরা।
রিকাবীবাজারে সকল রথ আসার পর সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী পূজার্চনা অনুষ্ঠিত হয়। পূজার্চনা শেষে রথ নিয়ে যার যার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পূজা শুরুর আগে ও পূজা শেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
নগরীর লামাবাজারের শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, মাছিমপুর মণিপুরী পাড়ার গোপীনাথ জিউর আখড়া, আম্বরখানার শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া, শিবগঞ্জের শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, রাজবাড়ির শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, নয়াবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা উপরপাড়ার শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা নীচপাড়ার শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, লালা দিঘীরপাড় মণিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটি, সাগরদিঘীর পাড়ের শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, আম্বরখানা বড়বাজারের শ্রীশ্রী জগন্নাথ মন্দির, সুবিদবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, লামাবাজারের শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, জিন্দাবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জের শ্রীশ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির, সিলেট শহরতলীর দক্ষিণকাছের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির।
এদিকে, কালিঘাটের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া ও শ্রীশ্রী নরসিংহ জীউর আখড়া, দলদলী চা বাগান, পল্লবী আ/এ পনিটুলার শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, নগরীর যুগলটিলা ইসকন মন্দিরের রথ পৃথক ভাবে নগর পরিক্রমা করে।
উল্লেখ্য, রথের রশি টেনে রথ নিয়ে পুরো শহর পরিভ্রমণ করেন পূণ্যার্থীরা। এ সময় পূণ্যার্থীরা শঙ্খ, ঘন্টা, কাঁসর, ঢাক ঢোল বাজিয়ে উলুধ্বনি ও মঙ্গলধ্বনি সহকারে প্রভু জগন্নাথের জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে তুলেন।
ইসকন, সিলেট ঃ
শ্রীশ্রী জগন্নাথদেবের রথকে স্পর্শ করে আত্মা শুদ্ধ করবে ভক্তরা। তিনটি ফোল্ডিং রথ এর দড়ি টেনে নিয়ে যাচ্ছেন নর-নারী, কিশোর-কিশোরী, যুবক বৃদ্ধসহ সকল বয়সের হাজারো ভক্ত। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রায়’ এ দৃশ্য দেখা গেছে গতকাল মঙ্গলবার ইসকন সিলেট মন্দিরের রাস্তায়।
হরে কৃষ্ণ মহামন্ত্র এবং জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয় ইত্যাদি ভক্তিমূলক ধ্বনি উচ্চারিত হয় সকল ভক্তের মুখে মুখে। কপালে তিলক দিয়ে শাড়ি, ধুতি, নানা রঙের পোশাকে সেজেছেন পূণ্যার্থীরা। জগন্নাথকে উৎসর্গ করতে কিনে নিয়ে এসেছেন কলা, আপেল, আমসহ বিভিন্ন ধরনের ফল। রথের সঙ্গে ভক্তরাও কীর্তনে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে পুরো নগরীতে।
ইসকন সিলেট মন্দির থেকে তিনটি রথ নগর পরিক্রমায় নিয়ে আসা হয়। রথগুলো নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা, কুমারপাড়া, নাইওরপুল, বন্দর, তালতলা, মির্জাজাঙ্গাল, রিকাবীবাজার রাস্তা প্রদক্ষিণ করিয়ে পুনরায় ইসকন মন্দিরে টেনে নিয়ে আসেন ভক্তরা।
এদিন সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসকন সিলেট মন্দিরে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।
এ উপলক্ষে দুপুরে ইসকন মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বিশিষ্ট ব্যবসায়ী রবীন পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সয়াল।