নির্বাচনে বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা : এসএমপি কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৪:৫৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরিফ। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন করতে নগরীতে কাজ করছে প্রায় ২ হাজার ৬০০ পুলিশ সদস্য। মাঠে রয়েছেন ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪২টি ওয়ার্ডে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।’ তিনি নির্বিঘেœ ভোটদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
গতকাল মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে এসএমপি কমিশনার এসব তথ্য জানান।
তিনি আরো জানান, ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি। প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে একাধিক সিসি ক্যামেরা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে।