ঈদ সামগ্রী পেলো আমতৈল গ্রামের তিনশ’ প্রতিবন্ধী
প্রবাসীরা দেশের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছেন ——— আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৬:৪৫:২২ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস’র চেয়ারম্যান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইউকে’র প্রধান উপদেষ্টা আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রতিবন্ধী রয়েছেন। তাদেরকে বাদ রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমাদের সমাজের বসবাসরত নাগরিকদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো। তাই প্রতিবন্ধীদের শিক্ষিত ও নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা আমাদের নৌতিক দায়িত্ব। প্রবাসীরা এদেশের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গত সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল এলাকায় রেসকিউ এইড ট্রাস্ট এর উদ্যোগে ও চ্যানেল এস এর সহযোগিতায় ৩ শতাধিক প্রতিবন্ধী পরিবারের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেসকিউ এইড ট্রাস্ট এর প্রতিনিধি সৌরভ পাল, চ্যানেল এস সিলেট অফিসের স্টাফ সন্দীপন শুভ, ক্যামেরাপার্সন শামীম আহমদ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রেনু মিয়া, রব মিয়া, আক্তার হোসেন, নুরুল ইসলাম, জিয়া উদ্দিন প্রমুখ।