বন্যার পানিতে কোম্পানীগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩, ৬:৩৫:২৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁওয়ে ১২ কেজি ওজনের একটি ১৪ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে আসে অজগরটি। বিষয়টি নিশ্চিত করেছেন রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান।
তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করেন। অজগরটি দেখতে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেন। পরে সাপটিকে সিলেট বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিট কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, সাপটিকে অক্ষত অবস্থায় টিলাগড় ইকো পার্কে ছেড়ে দেওয়া হবে।