মির্জা ফখরুলের অভিযোগ
বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থীদের গোয়েন্দা বাহিনী তুলে নিচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ৮:৪২:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির প্রার্থী হিসেবে যারা বিগত সংসদ নির্বাচন করেছেন এবং ভবিষ্যতে নির্বাচন করবেন, এমন নেতাদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তুলে নিয়ে যাওয়ার পর বলা হচ্ছে, বিএনপি যদি নির্বাচন নাও করে, তাদেরকে নির্বাচন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
সাংবাদিকদের কাছে এমন অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘একটা ভয়াবহ কথা বলি আপনাদের। আপনাদের জানানো দরকার। বিএনপির যারা অ্যাকটিভ পলিটিকস করে, ইলেকশন করেছে বা করবে, এই ধরনের নেতাদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে এবং তাদের বলা হচ্ছে, ‘বিএনপি যদি নির্বাচন না করে, তাও তোমরা নির্বাচন করবা।’ আমি আজকে এটা আপনাদের প্রকাশ্যে বললাম। আমাদের অনেক নেতা এই অভিযোগ করেছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যারা আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত, সেসব কর্মকর্তাদের অনুরোধ জানাতে চাই যে দয়া করে অসংবিধানিক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। এ দেশের মানুষ বরাবরই যেকোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তারা তাদের অধিকার আদায় করে নিয়েছে। এখন তারা সে অধিকার আদায় করে নেবে।’
বিএনপির অভিযোগ অসত্য: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, বিএনপি মহাসচিবের এসব অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, এ অভিযোগের ব্যাপারে তারা (বিএনপি) কোনো প্রমাণ দিতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কারও বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে গোয়েন্দা সংস্থা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের কাছে দেয়। সেই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আটক বা গ্রেফতার করে থাকে। এর বাইরে কাউকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটার সুযোগ নেই।
বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) রাজনৈতিক উদ্দেশে বিভিন্ন অসত্য অভিযোগ করছে।