নবনির্বাচিত মেয়রকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ৮:৫৪:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন। পৃথক অভিনন্দন বার্তায় তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ায় নগরবাসীসহ উন্নয়নের স্বপক্ষের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী “জনগণের শাসক নয়, জনগণের সেবক হয়ে” নগরভবন পরিচালিত করবেন বলে তাদের আশ্বস্ত করেন।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ঃ নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। এক বার্তায় সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এরশাদ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, জেলার সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সিলেট সিএনজি ফিলিং স্টেশন ঃ সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, কামাল উদ্দিন, কয়েস গাজী, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ এক বার্তায় তাকে অভিনন্দন জানান।