৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আ’ লীগের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ৯:০১:১০ অপরাহ্ন
মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। দিবসটি উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চলের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিজ্ঞপ্তি