শিবের বাজারে গরুর হাটে জাল টাকাসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ৯:০২:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শিবের বাজারে গরুর হাটের ইজারাদাররা গত বুধবার জাল টাকাসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক জাল টাকা চক্রের সদস্যরা হচ্ছে ছাতকের পশ্চিম নোয়ারাই গ্রামের আখলাকুর রহমান মিলনের পুত্র আফজালুর রহমান রুমেন (২৬) এবং ইদন মিয়ার পুত্র জাবেদ মিয়া (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন সিরিয়ালের ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে মামুন নামে জনৈক ব্যক্তির কাছ থেকে তারা জাল টাকা সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।