শাল্লায় পানিতে ডুবে নিখোঁজ মায়ের লাশ উদ্ধারের তিনদিন পর মেয়ের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ এক শিশু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ৯:০৭:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : শাল্লায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে মায়ের লাশ উদ্ধারের তিনদিন পর মেয়ে জবা রাণী দাসের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনও ৫ বছরের শিশু বিজয় চন্দ্র দাসের খোঁজ পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের পূর্বপাশে ছায়ার হাওরে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খরব পেয়ে শাল্লা থানা পুলিশ শিশুটির বাবা রথীন্দ্র চন্দ্র দাসকে নিয়ে লাশ সনাক্তকরণের জন্য যায়। রথীন্দ্র চন্দ্র দাস মৃত শিশুটি তার মেয়ে সন্তান হিসেবে পরিচয় নিশ্চিত করেন। পরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শিশুটির লাশ শাল্লায় নিয়ে আসা হয় এবং পুলিশ শিশুর লাশটি তার পিতার কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, গত ১৯ জুন সোমবার রাত ৮টায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বপ্রান্তের অ্যাপ্রোচের নিকটবর্তী বাহাড়ার রাস্তা দিয়ে এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে নিচ থেকে শাল্লা ব্রীজে উঠার সময় এক সন্তান ¯্রােতে ভেসে যায়। ভেসে যাওয়া সন্তানকে রক্ষা করতে গিয়ে কোলে থাকা অপর সন্তানসহ মা ও নদীতে পড়ে নিখোঁজ হন। এর একদিন পর গত মঙ্গলবার সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে দূর্লভ রানী দাসের লাশ উদ্ধার করে। পানিতে ডুবে নিহতরা হলেন শাল্লার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের বাসিন্দা রথীন্দ্র চন্দ্র দাসের স্ত্রী ও দুই শিশু সন্তান।