দরকার দুর্যোগ-সচেতনতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ১২:১৮:১২ অপরাহ্ন
সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু। -জর্জ হার্বাট
মানবজাতির জন্য অনাহুত বিপর্যয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ককনও আমরা নিজেরাই দায়ি এই দুর্যোগের জন্য। আবার কখনও প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করে নিয়ে আসে দুর্যোগ। আর দুর্যোগ মানে দুর্ভোগ। দুর্যোগ মানে ক্ষয়ক্ষতি মানুষের-সম্পদের। যে দুর্যোগের ওপর মানুষের হাত নেই, সেটা প্রাকৃতিক দুর্যোগ। বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের দেশ এই বাংলাদেশ। এখানে প্রাকৃতিক দুর্যোগ হয় ঘন ঘন, সারা বছরই। আর কমবেশি পুরো জনগোষ্ঠিই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর শিকার হয়।
অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগ এদেশে বলা যায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাছাড়া, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। আর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির হিসাবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। জরিপের তথ্য অনুযায়ি, গত ২০ বছরে বাংলাদেশে ১৮৫টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে। এর মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড়ধসের মতো দুর্যোগ রয়েছে। এসব দুর্যোগে ১১ হাজার ৪৫০ জন মানুষের প্রাণহানি ঘটেছে। আর অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৩৭২ কোটি ডলারের। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বাড়িতেই থাকবে। কারণ বিশ্বের তাপমাত্রা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সমুদ্র উপকূলবর্তী ব্যাপক এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১২ হাজার কিলোমিটার এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক মিটার উচ্চতায় রয়েছে। তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুয়েক মিটার বাড়লেই উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে। বলার অপেক্ষা রাখে না যে, মানুষেরই নানা আচরণে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বেড়ে জলেছে। যেমন পরিবেশ বিপর্যয়। অর্থাৎ বৃক্ষ সম্পদ উজাড়, পাহাড় কাটা, বায়ু দূষণের মতো পরিবেশ বিধ্বংসি কর্মকা-ে মানুষ লিপ্ত রয়েছে। আর এসবের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ।
বিশেষজ্ঞদের মতে-ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার আধিক্য, অসচেতনতা, অশিক্ষা, দায়িত্বহীনতা, অসাবধানতা-এইসব কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন দুর্যোগের কারণে প্রতি বছর এ দেশের বিপুলসংখ্যক জনমালের ক্ষতি হচ্ছে। এদেশে শতকরা ২২ ভাগ মানুষের মৃত্যু হয় পরিবেশগত বিপর্যয়কে কেন্দ্র করে। তবে দুর্যোগের আগে ব্যাপক প্রস্তুতি, জনসচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ চলাকালীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সত্যি বলতে কি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, খরা ইত্যাদির সঙ্গে সংগ্রাম করেই এ দেশের মানুষকে টিকে থাকতে হয়। তাই এই মনোবলকে আরও প্রবল করে দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি নিতে হবে।