হজ্ব পালনে গিয়ে মক্কায় সোলেমান খানের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৪:৫৮:৪৪ অপরাহ্ন
দানবীর ড. রাগীব আলীর শোক
ডাক ডেস্ক : বিশিষ্ট সমাজসেবী এবং সালিশ ব্যক্তিত্ব সুলেমান খান আর নেই। সৌদি আরবে হজ্ব পালন করতে গিয়ে গতকাল শুক্রবার তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
গতকাল শুক্রবার বাদ জুম্মা ছোটদিঘলি নিবাসী সুলেমান খান হৃদরোগে আক্রান্ত হন। পরে মক্কার একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দানবীর ড. রাগীব আলী এবং লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক। এক শোকবার্তায় তাঁরা সোলেমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২০ জুন সুলেমান খান লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সাথে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব যান।