বহিরাগত ছাত্রলীগ নেতার আঘাতে আহত এমসি কলেজ শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৫:০৪:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে বহিরাগত ছাত্রলীগ নেতার হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত একিউএম শামসুল হুদা ইমরান এমসি কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র ও এমসি কলেজ ছাত্রাবাসের ৫ম ব্লকের বাসিন্দা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পঞ্চম ছাত্রাবাসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
হামলাকারী বহিরাগত ছাত্রলীগ নেতা মাহিন তালুকদার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি। মাহিন তালুকদার এমসি কলেজ ছাত্রলীগ নেতা ও সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন রাহীর বন্ধু। দীর্ঘদিন থেকে মাহিনকে এমসি কলেজে ও ছাত্রাবাসে দেখা যায়।
আহত একিউএম শামসুল হুদা ইমরান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি ঘটনাস্থলের পাশেই নিজের রুমে ছিলেন। এসময় উচ্চস্বরে কথাবার্তা শুনে তিনি এগিয়ে এসে দেখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি (বহিরাগত) মাহিন তালুকদার কলেজের মাস্টার্সের ছাত্র রাফসানের উপর চড়াও হয়েছেন। এসময় তিনি বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করলে বহিরাগত মাহিন তালুকদার কোনোকিছু না বলেই তার উপর লোহার কিছু একটা দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শামসুল হুদা ইমরানের মাথা ফেটে যায়। ঠোঁটেও আঘাতপ্রাপ্ত হন তিনি। এ অবস্থায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে তার মাথায় পাঁচটি সেলাই লাগে। এছাড়া মাহিন তালুকদার রাফসানকে থাপ্পড় মারেন বলেও জানা যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহত একিউএম শামসুল হুদা ইমরান।
এ ঘটনার ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ জানান, এটা তেমন বড় কোন ঘটনা নয়। গায়ে সাইকেল লাগা নিয়ে হাতাহাতি হয়েছে। শামসুল হুদা ইমরান কিছুটা আহত হয়েছেন।
বহিরাগত কিভাবে এখানে থাকে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা সবসময় থাকে না, সিলেট আসলে মাঝে-মধ্যে থাকে। পুলিশকে বলেছি, কিন্তু তারাও ব্যবস্থা নিচ্ছে না।’
এ ব্যাপারে এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হামলার কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। বহিরাগত আছে কি না সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে। বহিরাগতদের তাড়াতে কলেজ কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ সহায়তা করবে।
এমসি কলেজ ছাত্রাবাসের সাধারণ ছাত্রছাত্রীদের আশঙ্কা, বহিরাগতদের তাড়াতে না পারলে যে কোন সময় এমসি কলেজ ছাত্রাবাসে অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। এমসি কলেজ ছাত্রাবাসের প্রতিটি ব্লকেই বহিরাগতদের অবস্থান। তারা ছাত্রলীগ করে বলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এদিকে, কলেজ প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বহিরাগতদের ধকল সামাল দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। অনেক ছাত্রলীগ নেতার আশ্রয়ে তারা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে এমনকি গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না বলে জানান ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা।