মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৫:৫৮:৩৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা আরোহী রফিকুল ইসলাম (৭০) নিহত হয়েছেন। তিনি উপজেলার মীরনগর গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার রাত ৭টায় এঘটনা ঘটে। মীরনগর গ্রাম থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা যোগে পরিবারের আরো তিন জনসহ মাধবপুর উপজেলা সদরে আসার পথে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে রফিকুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান। হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।