দিরাইয়ে জমে উঠেছে গরুর হাট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৯:১০:৫৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাওর বেষ্টিত দিরাই উপজেলায় কুরবানির পশুর কেনাবেচা জমে উঠেছে। উপজেলার দূর-দূরান্ত থেকে পছন্দের পশু ক্রয় করতে আসছেন ক্রেতারা। তবে বাজারে প্রচুর গরু থাকলেও গতবারের চেয়ে এবার দাম বেশি। ঈদ ঘনিয়ে আসায় বাধ্য হয়ে অনেককেই বাজেটের চেয়ে বেশী দামে কুরবানির পশু ক্রয় করতে দেখা গেছে।
গতকাল শুক্রবার দিরাই পৌর শহরের হেলিপ্যাড মাঠ এলাকায় বাজার কর্তৃপক্ষ মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন। দিরাই উপজেলার পাইকার, গৃহস্থ ছাড়াও দূর-দূরান্ত থেকে পাইকার ও বিক্রেতারা কুরবানির হাটে গরু, ছাগল নিয়ে আসছেন।
বাজার ইজারাদার সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ রায়হান মিয়া জানান, প্রতি বছরের মতো এ বছর ঈদুল আযহাকে সামনে রেখে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একাধিক স্বেচ্ছাসেবক রয়েছে শৃংখলা নিয়ন্ত্রণ করতে।
বাজার ইজারাদারদের দাবি, এখানে কেউ পশু ক্রয় এবং বিক্রয় করতে এসে হেনস্তার শিকার হয়নি বরং সবাই হাসি মুখে পশু ক্রয়-বিক্রয় করছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন জানান, বাজারে ক্রেতা বিক্রেতাকে সেবা প্রদানে দিরাই থানা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।