তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৯:১৪:২৩ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে, তা দেখতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বালুশ্রমিক বাদল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে মল্লিকপুর গ্রামের ডা. রফিকুল হক চৌধুরীর ছোট ভাই মরহুম নুরুল হক চৌধুরীর বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ওই গৃহবধূসহ গ্রামের লোকজন নুরুল হকের বাড়িতে আগুন নেভাতে যান। এ সময় আগুন নিভে গেলেও বিদ্যুতের একটি তার ওই ঘরের চালের ওপর পড়ে লেগে থাকে। একপর্যায়ে বিদ্যুতের তারে লেগে থাকা ঘরের বেড়ার টিনে ওই গৃহবধূ স্পর্শ করলে সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।