কয়লা এসেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৯:১৭:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক : পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা এসেছে। বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করে ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ।
গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে কয়লা পৌঁছানোর কাজ শুরু হয়েছে। আগামীকাল রোববার থেকে এ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।
পায়রা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। কয়লা সংকটের কারণে ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। একই কারণে ৫ জুন দ্বিতীয় ইউনিটটিতেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।