সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৪:১৩:১৩ অপরাহ্ন
সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গ্রুপের সভাপতি মো.বশিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজি মো. কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় গ্রুপের ২০২২-২৩ অর্থবছরের আয়-ব্যয় হিসাব ও বাজেট অনুমোদন করা হয়।
সভায় গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্টসহ সিএন্ডএ এজেন্টদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বিষয়ের উপর আলোচনায় অংশ নেন- গ্রুপের সাবেক সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, গ্রুপের প্রধান উপদেষ্টা আব্দুল কাইয়ুম জালালী পংকি, গ্রুপের সদস্য দেওয়ান মনসুর আহমদ, গ্রুপের সহ-সভাপতি মো. আবুল কালাম, সুব্রত ধর চৌধুরী পার্থ, মো. শামছুল আলম, জাহাঙ্গীর হাসান, সাগরী খাতুন, সৈয়দ সাকিরুজ্জামান, আনোয়ার হোসেন, সামসুন নাহার, সৈয়দ আহমদ মনসুর, আলা উদ্দিন, প্রবীর কুমার দেবনাথ, অমলেন্দু দাস, মো. রাসেদুল হাসান, মো. সালাউদ্দিন আহমদ, তারেক হাসান, আবু হেনা মো. তারেক, সুব্রত ধর চৌধুরী পার্থ, রাজু আহমদ জামাল, দিপক কুমার ধর প্রমুখ।-বিজ্ঞপ্তি