২২ জুলাই খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:১১:১৭ অপরাহ্ন
খেলাফত মজলিসের সিলেট জোনের দায়িত্বশীল সভায় নেতৃবৃন্দ বলেছেন, “দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। এই সরকার শুধু জনগণের ভোটাধিকার হরণ করেনি, মানুষের জান মালের নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোন বিকল্প নেই।”
শনিবার দুপুর ২টায় খেলাফত মজলিস সিলেট জোনাল দায়িত্বশীল সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক মাওলানা শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত বিভাগীয় দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ডাঃ এ.এ তাওসীফ। সভায় চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিসের ৮দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২২ জুলাই শনিবার দুপুর ২টায় সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সংগঠনের সিলেট বিভাগীয় সমাবেশ কর্মসূচি চূড়ান্ত করে তা বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সুনামগনজ জেলা সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন মোহন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ, সিলেট জেলা সাধারণ মাওলানা দিলওয়ার হোসাইন, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন প্রমুখ।-বিজ্ঞপ্তি