বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:১৫:৫৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সিলেট জেলার ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ও জৈন্তিয়া ডিগ্রি কলেজ। আজ রোববার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে দল দুটি পরস্পরের মুখোমুখি হবে।
ফাইনাল খেলা পরবর্তী টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান। ফাইনাল খেলা উপভোগ এবং ফাইনাল পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকাতে সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানানো হয়েছে।