নির্মাণাধীন কিডনি হাসপাতাল পরিদর্শনে আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:২১:৩৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইউকে এর প্রধান উপদেষ্টা আহমেদ উস-সামাদ চৌধুরীর জেপি বলেছেন, সিলেট কিডনি ফাউন্ডেশন এর উদ্যোগে নির্মাণাধীন কিডনি হাসপাতাল চালু হলে একটি মডার্ন হাসপাতাল হবে। এ হাসপাতালে দেশি ও প্রবাসী কিডনি রোগীরা উন্নতমানের চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।
গতকাল শনিবার সকালে নগরীর টুকেরবাজার তেমুখীতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট নির্মাণাধীন সিলেট কিডনি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেন।
প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন-সিলেট কিডনি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক (অবঃ)। তিনি জানান, ২০২৪ সালের মধ্যে হাসপাতালের একাংশ চালু করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অপূর্ব শর্মা, সন্দীপন শুভ, জাহাঙ্গীর আলম মুসিক, জুলহাস আহমদ প্রমুখ। এর আগে আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক (অবঃ) দক্ষিণ সুরমার লালমাটিয়ায় প্রস্তাবিত বধ্যভূমির স্থান পরিদর্শন করেন।