দক্ষিণ সুরমায় পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:২৩:১৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধরের শিকার হয়েছেন এক নারী। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গত শুক্রবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী সালাতুন বেগম (৪৬) এর কাছ থেকে বিভিন্ন অযুহাতে কয়েক ধাপে টাকা ধার নেন তারই মেয়ের শ্বশুর বাড়ির লোকজন। গত কিছুদিন যাবৎ তিনি ধারের টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপন করতে থাকেন। সর্বশেষ গত ২১ জুন তার মেয়ের বাড়ি নিজ জালালপুরে তিনি পাওনা টাকা ফেরত চাইতে যান। এসময় টাকা ফেরত না দিয়ে তারা উল্টো তাকে মারধর করে। লোহার রড দিয়ে আঘাত করে সালাতুন বেগমের কপাল ফাটিয়ে দেয় ও শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করে। তিনি অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। ডাক্তাররা তার কপালে ১৭টি সেলাই দেন।
এ বিষয়ে, নিজ জালালপুরের নুনু মিয়ার পুত্র রাজু আহমেদ কলা (২৫)-কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকটিম। বাকি আসামীরা হলেন- নুনু মিয়ার পুত্র রাজন মিয়া (২২) ও সাজন মিয়া (২০), নুনু মিয়া (৫৫), রাজুর স্ত্রী হালিমা বেগম (২৫), নুনু মিয়ার কন্যা হেনা বেগম (২৬)।
সালাতুন বেগম জানান, তিনি চিকিৎসাধীন থাকার ফলে থানায় মামলা দায়ের করতে দেরী হয়েছে।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।