চিকিৎসার জন্য খন্দকার মোশাররফকে সিঙ্গাপুর নেওয়া হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:২৮:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে।
আট দিন চিকিৎসা শেষে গতকাল শনিবার তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানান খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, হাসপাতাল থেকে গতকাল শনিবার তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। তার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যথা উঠলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।