মোগলাবাজারে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:৩৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার মোগলাবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, সকাল ৯ টায় স্থানীয়রা মোগলাবাজারের জলকরকান্দি গ্রামের রেল লাইনের উপর দুই ভাগে বিচ্ছিন্ন একটি মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে কাজ শুরু করে। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ। তিনি জানান, লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।