বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা
৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:০৭:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেছেন, ‘দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মেগা উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে আওয়ামীলীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। দুঃশাসনে নিষ্পেষিত মানুষ সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’
গতকাল রোববার সিলেট বিভাগ যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মহসীন মোল্লা। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনছুর মো: শওকত, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমূখ। সভায় সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, সিলেট জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৫ পৌর কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট মহানগর আওতাধিন ২৭টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি