বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তিয়া কলেজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:১১:১৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুনার্মেন্ট-২০২২ এর সিলেট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জৈন্তিয়া ডিগ্রি কলেজ দল। টাইব্রেকারে জৈন্তিয়া ডিগ্রি কলেজ ৪-৩ গোলে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল রোববার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দল সমান তালে খেলা চালিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে নির্ধারিত সময় গোলশূণ্য থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে জৈন্তিয়া ডিগ্রি কলেজ ৪-৩ গোলে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি জিতেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ দলের আরিফুর রহমান প্লেয়ার অব দ্যা ফাইনাল এবং আমিনুল ইসলাম সাকিব প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন জৈন্তিয়া ডিগ্রি কলেজের আবু জর গিফারী। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল
এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু , যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা প্রমুখ।