বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে ফের দেশসেরা সিলেট সিটি কর্পোরেশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:১৭:১৪ অপরাহ্ন
নগরবাসীকে এ অর্জন উৎসর্গ করলেন মেয়র আরিফ
স্টাফ রিপোর্টার : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে এবারও দেশসেরা সিটি কর্পোরেশনের পুরস্কার পেল সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। টানা তিনবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয় সিসিক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের(এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল সিটি কর্পোরেশন সহ ২০টি দপ্তর-সংস্থার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে প্রথম হয় সিসিক। এ অর্জনে সিসিকের সাথে সংশ্লিষ্টরা উচ্ছ্বসিত।
গতকাল রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন। মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের সাথে সিসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, করোনা মহামারি, বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সিসিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, লক্ষ্যমাত্রা অর্জন ও সেবা প্রদান করতে পেরেছে। সিলেট মহানগরের নাগরিকদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।
মেয়র বলেন, জীবনের ঝুঁকি জেনেও সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারী নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। সিসিকের ধারাবাহিক এ অর্জন তিনি সিলেট নগরবাসীকে উৎসর্গ করেন।
নাগরিক সেবার মান বৃদ্ধি ও সুষম উন্নয়ন বাস্তবায়নে সিসিকের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান সিসিক মেয়রের।
সিসিকের এমন অর্জনের জন্য প্রধানমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণের সহযোগিতার বিষয়টি তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সাথে ‘সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির’ আওতাধীন দেশের সকল সিটি কর্পোরেশন সহ ২০টি দপ্তর, সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক কর্মস্পাদন চুক্তি স্বাক্ষতি হয়। ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়।