শ্রীলংকা নয়, বাংলাদেশ ইউরোপ জাপান-চীন হবে : পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:২৫:৩৫ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না-উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানি দিয়ে লাভ হবে না মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে।
গতকাল রোববার দক্ষিণ সুনামগঞ্জে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
আন্তর্জাতিকভাবে দেশ এক ঘরে হয়ে গেছে-বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘই জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে, রিজভি কিভাবে জানেন? আমরা বিশ্ব সমাজে আছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাঁধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করতে, মারামারি করতে চায়, অগ্নিকান্ড করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।
বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে আসছে। বন্দরে কয়লার জাহাজের ভিড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারা বিভ্রান্তি ছড়ায়।
পেঁয়াজের দামবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটা কমিয়ে দিয়েছিল। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানী করে কম দামে বাজারে বিক্রি করবো।
মন্ত্রী আরোও বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, টিউবওয়েল দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে। লাল টিনের ঘর দিয়েছে। বিএনপি সরকারে থাকাকালে এগুলো কি দিতে পেরেছে? তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি পারলে প্রমাণ করুক।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ কলেজের গভর্নিং কমিটির সভাপতি জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশাহ, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব,উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ,যুগ্ন সম্পাদক সমীরণ দাস, জুয়েল দাস সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
পরে মন্ত্রী ৪১৭ জন হতদরিদ্রের মাঝে ১২৭০ টাকা করে মোট ৫ লক্ষ টাকা তুলে দেন তারা।
‘বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ’
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের দল আওয়ামী লীগ আর আমাদের নেতা শেখ হাসিনা।
গতকাল রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলার আবদুস সামাদ আজাদ মিলনায়তনে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচন আটকে থাকবে না। বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠপুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩৭১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ চার লাখ ৭৩ হাহার ২৫ টাকা বিতরণ করেন।