প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ
নগরবাসীর সমস্যা সমাধানে কাজ শুরুর পরামর্শ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:৩১:০৪ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর জিয়ারত
ডাক ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল রোববার দুপুর ১২টায় তিনি সস্ত্রীক গণভবনে পৌঁছান এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে সিসিক এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে। তারা যেমন জাতির জনককে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগর পিতা নয়, কাজ করতে হবে তাদের সেবক হিসাবে।
এ সময় প্রধানমন্ত্রী সিসিক এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন সহধর্মিণী হলি চৌধুরী ও তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।
সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর সালাম জানিয়ে বলেন, ‘আপনি আমার উপর আস্তা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনার জন্য, কেবলমাত্র আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। তারা আপনার জন্য সবসময় দোয়া করেন এবং সিলেটের উন্নয়ন জন্য প্রয়োজনীয় সহযোগীতা চেয়েছেন।’
টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল রোববার বিকেলে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন এবং সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুহেদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, সুজন দেবনাথ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি নাইম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কাউন্সিলার রুহেল আহমদ।
উল্লেখ্য, গত ২১জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে জাতীয় পার্টির লাঙলের প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।